আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

তাজিকস্তানে কারাগারে দাঙ্গায় তিনজন কারারক্ষীসহ নিহত ৩২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ১৪:৫৯:৪০


সিলেটভিউ ডেস্ক :: তাজিকস্তানে কারাগারে দাঙ্গায় তিনজন কারারাক্ষী ও ২৯ জন বন্দি নিহত হয়েছেন। সোমবার দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, কারাগারে আটক ইসলামিক স্টেটের দন্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা এ দাঙ্গার সূত্রপাত ঘটিয়েছে।

এ ব্যাপারে দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাতে রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরে অবস্থিত কারাগারটিতে দাঙ্গার ঘটনা ঘটে। বন্দিরা তাদের কাছে থাকা ছুরি দিয়ে তিন কারারাক্ষী এবং পাঁচ বন্দিকে হত্যা করে। দাঙ্গায় উস্কানিদাতাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাজিক স্পেশাল ফোর্সের কর্নেল গুলমুরোদ খালিমভের ছেলে বেখরুজ গুলমুরোদ। ২০১৫ সালে কর্নেল গুলমুরোদ সিরিয়ায় পালিয়ে যেয়ে আইএসে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি নিহত হন।
এছাড়া, কারারক্ষীরা ২৪ বন্দিকে হত্যা করেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

 
সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২০ মে ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন