আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কাশ্মির নিয়ে পাকিস্তানের দাবি মনগড়া: ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ১৬:১১:৩৫

সিলেটভিউ ডেস্ক :: জাতিসংঘে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের দাবিকে ‘মনগড়া গল্প’ বলে আখ্যায়িত করেছে ভারত।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বৈঠকে বুধবার কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সমালোচনার মুখে ইসলামাবাদের দাবিকে বানোয়াট হিসেবে আখ্যায়িত করে দিল্লি। খবর এনডিটিভির।

বৈঠকে কাশ্মিরে ব্যাপক ধরপাকড়, অঞ্চলটির নেতাদের গ্রেফতার ও তীব্র বিধিনিষেধ আরোপের ঘটনায় তদন্তের দাবি জানায় পাকিস্তান।

তবে ভারত পকিস্তানের এমন বক্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘ভিত্তিহীন’ হিসেবে আখ্যায়িত করেছে।

মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত ভারতীয় কূটনীতিক বিজয় ঠাকুর সিংহ দাবি করেন, কাশ্মির ইস্যু একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কথা বলার কোনও অধিকার পাকিস্তানের নেই।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার।

লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছিল বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন