আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

পাকিস্তানের কাশ্মীর নীতিতে সমর্থন দেবে চীনা সেনাবাহিনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৮ ১৮:৫৬:২২

সিলেটভিউ ডেস্ক :: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ‘বিবেকী নীতিতে’ সব ধরনের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীনের সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বেইজিং সফররত পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে এক বৈঠকে এ সমর্থনের কথা জানিয়েছে চীনা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যে বিবেকী নীতিগত অবস্থান নিয়েছে তার প্রশংসা করেন চীনের সামরিক কমান্ডাররা। এছাড়া কাশ্মীর ইস্যুতে ইসলামাদের পাশে থাকায় বেইজিংয়ের প্রশংসা করেন পাক সেনাপ্রধান।

প্রসঙ্গত, এখন ইসলামাবাদের ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও কৌশলগত মিত্র ইসলামাবাদ। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সবচেয়ে বেশি সমরাস্ত্র কিনেছে চীনের কাছ থেকে। যেকোনো পরিস্থিতি একে অপরের বন্ধু হিসেবে পরিচিত চীন-পাকিস্তান।

ভারত সরকার গত আগস্টে কাশ্মীরকে বিশেষ মর্যাদাদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলেছিল চীন। সেনাপ্রধান বলেছেন, কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবনার প্রতি সম্মান জানাতে হবে ভারতকে। এছাড়া অবরুদ্ধ কাশ্মীরিদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/০৮ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন