আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

এই প্রথম মহাকাশে একসাথে হাঁটলেন দুই নারী!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ১০:২৭:০৯

সিলেটভিউ ডেস্ক :: নাসার দুই নারী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁরাই হলেন বিশ্বে প্রথম দুজন নারী যারা একসাথে মহাকাশে হেঁটেছেন।

জানা গেছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এর বাইরে ওই দুজন ৭ ঘন্টা সময় কাটিয়েছেন। একটি পাওয়ার কন্ট্রোল ইউনিট প্রতিস্থাপনে তাঁরা সেখানে অবস্থান করেছেন।

নাসা জানিয়েছে, মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এর আগে মহাকাশে হাঁটলেও জেসিকা মেইরের জন্য এই ধরনের মিশন প্রথম। জেসিকা মেইর হলেন ১৫ তম নারী যিনি মহাকাশে হাঁটলেন।

এদিকে, একটি ভিডিও কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নারীকে অভিনন্দন জানিয়েছেন।


সৌজন্যে : বিবিসি /কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন