আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সড়ক আটকে রাস্তায় পিকনিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১৯:০৩:১৬

সিলেটভিউ ডেস্ক :: নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তরপূর্ব ভারতের মতো উত্তপ্ত পশ্চিমবঙ্গ।

বিভিন্ন জেলায় টায়ার জ্বালিয়ে অবরোধ, রেল লাইন, বুকিং কাউন্টার, ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা চলছে। তবে এবারের প্রতিবাদের ছবিটা একটু অন্যরকম।
 
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, রাস্তা আটকে রাস্তার ওপরেই চলল পিকনিক পর্ব।

রবিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার কামদেবপুর এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে যানচলাচল স্তব্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। এরপর বেলা বাড়তেই রাস্তার ধারে গর্ত খুঁড়ে চুলা বানানো হয়। এরপর কাঠ জ্বালিয়ে বিশাল মাপের কয়েকটি হাড়ি বসিয়ে চলল রান্না। রাস্তা আটকে  কাটা হল আলু, পিঁয়াজ, আদা, টমেটোসহ অন্য সবজিও। রান্না শেষেও রাস্তায় বসেই চললো খাওয়া-দাওয়া।

সৌজন্যে :: বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন