আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নিয়ন্ত্রণে এসেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরার দাবানল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৪ ১২:৩৯:৫৬

সিলেটভিউ ডেস্ক :: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা বিমানবন্দরের নিকটে থাকা দাবানল নিয়ন্ত্রণে এসেছে। ওই দাবানলের কারণে ক্যানবেরা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। তবে সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার ক্যানবেরার উপশহর পিয়ালিগোর রেডওড বন থেকে শুরু হওয়া সেই দাবানল বৃহস্পতিবার মোলোঙ্গো নদীর দিকে ধাবিত হয়। পরে কালারো সড়কে আরেকটি দাবানলের সাথে মিশে যায়। সম্মিলিত সেই দাবানলের আকার ছিল ৪২৪ হেক্টর এবং বিকেলের দিকে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে রাতের দিকে দাবানলের আকার কমে আসে ৩৭৯ হেক্টরে। এতে ব্যবসায়িক ক্ষতি হলেও কোনো ঘরবাড়ি নষ্ট হয়নি বলে জানিয়েছে এবিসি অস্ট্রেলিয়া। তীব্র ধোঁয়ার কারণে স্থানীয়দের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২৪ জানুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন