আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রোগীদের সেবায় বিয়ে পিছিয়ে দেয়া সেই চিকিৎসকের প্রাণ গেল করোনায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ১৮:৩৫:৫২

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২৩ জনে। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের সর্বশেষ শিকার হয়েছেন চীনা ২৯ বছর বয়সী চিকিৎসক পেং ইয়ানহুয়া।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় উহানের জিনইয়ানতান হাসপাতালে পেং ইয়ানহুয়া মারা যান।
এ বিষয়ে উহান স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, জিয়াংশিয়া জেলা ফার্স্ট পিপলস হাসপাতালের শ্বাসপ্রশ্বাস ও সংকটকালীন পরিচর্যা কেন্দ্রে কাজ করতেন ওই চিকিৎসক। রোগীদের সরাসরি চিকিৎসা দেয়ার সময় তিনি এই ভাইরাসে আক্রান্ত হন।

কাজের চাপে নিজের বিয়ে পিছিয়ে দিয়ে এর আগে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। গত ২৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ৩০ জানুয়ারি দ্রুতই তার অবস্থার অবনতি ঘটে। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে জিনইয়ানতান হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পেং ইয়ানহুয়া।

‌সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন