আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

আমেরিকায় মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে : ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১২:২৪:৪৬

সিলেটভিউ ডেস্ক :: প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। বর্তমানে ভীতিকর হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। দেশের পরিস্থতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ বা তার বেশি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। তবে যদি মৃতের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে প্রমাণ হবে আমেরিকা বাসী সফল। রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্প বলছেন করোনায় যুক্তরাষ্ট্রে প্রকৃত অর্থে কত জনের মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য দিয়েছেন তিনি। গবেষণা বলছেন লাখখানেক বা তার বেশি মানুষ মারা যেতে পারে প্রাণঘাতী করোনায়। এরই মধ্যে ঝুঁকি কমাতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ট্রাম্প বলেন আমরা যদি কোন ব্যবস্থা না নেই তবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ২০ লাখেরও বেশি। এরই মধ্যে করোনার সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় জন্য ২.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন ট্রাম্প।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন