আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লকডাউনে বাড়ি ফিরতে মৃত্যুর নাটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৩:২৩:১৮

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে ভারতে। সেই পরিস্থিতির মধ্যেও যে করেই হোক বাড়ি ফিরতে এবং স্বজনদের পাশে থাকতে মরিয়া হয়ে উঠেছিলেন এক ব্যক্তি। এজন্য 'মৃত্যুর পথ' বেছে নেন তিনি।

আঁতকে ওঠার কারণ নেই, পুরো প্রতিবেদন পড়লে বিষয়টি খোলাসা হবে। কারণ, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা হাকাম দিন গত সপ্তাহে আহত অবস্থায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সারা ভারতে লকডাউন চালু হয়।

চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য এক অভিনব পন্থা অবলম্বন করেন হাকাম দিন। আরো তিন জনের সঙ্গে আলাপ আলোচনা করে বের করেন ভুয়া ডেথ সার্টিফিকেট। নিরাপদে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার জন্য ওই উপায় বের করেন তারা।

সবই পরিকল্পনা অনুসারে চলছিল। কিন্তু মাঝপথে বাধ সাধে পুলিশের একটি দল। মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে খোঁজ খবর করতে গিয়ে সামনে আসে সত্য বিষয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চার অভিযুক্তকে। তাদের আপাতত পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন