আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

করোনায় যুক্তরাজ্যে প্রতি ২ মিনিটে ১ জনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ২০:০৭:২৩

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি দুই মিনিটে অন্তত একজনের প্রাণহানি হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬ হাজার ১৫৯ জন। এর মধ্যে মঙ্গলবার মারা গেছেন অন্তত ৭৮৬ জন। খবর দ্য ডেইলি মেইল।

যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) অনুসারে, মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল অন্তত ৪৩৯ জন। এর আগে রবিবার মারা যায় ৬২১ জন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে ভাইরাসটি বিস্তার লাভ করে গত ফেব্রুয়ারিতে। তখন থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যার হিসেবে প্রতি দুই মিনিটে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। অন্যদিকে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন প্রতি তিন মিনিটে একজন। স্ট্রোক করে মারা যাচ্ছেন প্রতি পাঁচ মিনিটে একজন।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন