আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

হাসপাতাল থেকে ফিরলেন সৌদি বাদশাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-৩১ ১৪:৩০:১৫

সিলেটভিউ ডেস্ক :: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরেছেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানী রিয়াদের বিশেষায়িত কিং ফয়সাল হাসপাতাল থেকে ১০ দিন পর নিজ বাসভবনে ফিরে এসেছেন। গত সপ্তাহে তাঁর পিত্তথলিতে ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জুলাই তিনি গল ব্লাডারের প্রদাহের কারণে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত মঙ্গলবার হাসপাতাল থেকে মন্ত্রীসভার ভার্চুয়াল এক বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

ইতিমধ্যে বাদশাহ সালমান বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি লিখেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ, সুস্বাস্থ্য ও নিরাপত্তার মধ্যে রাখুন।’

তিনি আরও বলেন, আল্লাহ হজ সম্পন্নকারীদের হজ ও মুসলিমদের সব এবাদত কবুল করুন এবং করোনা মহামারি থেকে আমাদের সবাইকে মুক্ত করুন।’

সূত্র : সৌদি গেজেট

সিলেটভিউ২৪ডটকম/৩১ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন