আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

৫ সেকেন্ডে দূর থেকেই করোনা ‘শনাক্ত’!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ১৩:০২:৩৩

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বব্যাপী প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তকে দ্রুত শনাক্ত করা এবং এর চিকিৎসা শুরু করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই করোনা পরীক্ষার ফলাফলের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে র‌্যাপিড টেস্ট ডিভাইস বা যন্ত্র তৈরি করলেন বিজ্ঞানীরা। খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা দাবি করছেন, মাত্র ৫ সেকেন্ডে দূর থেকেই করোনা সংক্রমণ শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত ইরানের একটি সংস্থার বিজ্ঞানীরা এই যন্ত্রটি তৈরি করেছেন।
 
তাদের দাবি, এই যন্ত্রের সাহায্যে ৫ সেকেন্ডের মধ্যে বুকের এক্সরে রিপোর্টের ওপর ভিত্তি করে শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে কি না, তা প্রায় নির্ভুলভাবে জানা সম্ভব।
 
বিজ্ঞানীরা জানান, এই যন্ত্রটি সহজেই বহনযোগ্য। ফলে বিছানায় শুয়ে থাকা রোগীর কাছেও এটিকে নিয়ে সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। এই র‌্যাপিড টেস্ট যন্ত্রের সাহায্যে খুব শিগগিরই করোনার বিরুদ্ধে চিকিৎসায় গতি আনা সম্ভব হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন