আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনাকালে ছোট্ট এই পোকার আক্রমণ নিয়ে আতঙ্ক চিকিৎসকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ১৩:১৪:৫১

সিলেটভিউ ডেস্ক :: ব্রিটিশ চিকিৎসকেরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে ছোট্ট এক পোকার আক্রমণে আতঙ্কের কথা তুলে ধরেছেন। এই পোকার কামড়ে যে কেউ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসে পড়তে পারেন। এখন পর্যন্ত এ পোকার আক্রমণে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে। যা দেশটিতে বিরল ঘটনা।

ব্রিটেনভিত্তিক জাতীয় ট্যাবলয়েড দ্য সানের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, পোকাটির কামড়ে একজনের বেবিওসিস রোগ হয়েছে। পোকার কামড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হলো।

বেবিওসিস সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে। টিবিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ইনফেকশন বলে। এই ইনফেকশন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে।

রক্তচোষা এ পোকা সাধারণত এমন স্থানে কামড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢুকে থেকে রক্ত খেতে থাকে। কামড়ানোর স্থানে র‌্যাশ হয়। প্রদাহ বা জীবাণু সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে।

শরীরে এ পোকা দেখলে টেনে বের করে ফেলে আক্রান্ত স্থানটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শরীরের আর কোথাও কামড় দিয়েছে কিনা ভালোভাবে তা দেখতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন