আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এবার তিন ঘণ্টায় শেষ করতে হবে ওমরাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ১৪:১৭:১১

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরব সরকার ওমরাহ পালনের অনুমতি দিলেও সেটা শেষ করতে হবে মাত্র ৩ ঘণ্টায়। দেশটির ওমরা ও হজ নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে।

আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরুর হবে। তবে ওমরাহ পালনকারী প্রতিটি দলের জন্য মাত্র তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
প্রতি এক হাজার লোক ওমরাহ আদায়ের জন্য তিন ঘণ্টা সময় পাবেন। সাধারণ ধারণক্ষমতার ৩০ ভাগ তথা ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবেন।

তিন ধাপের প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরতরা ওমরাহ পালনের সুযোগ পাবেন। বিশেষায়িত 'আইটামার্না' অ্যাপের সাহায্যে এই ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

দ্বিতীয় স্তরে ওমরাহ পালন শুরু হবে আগামী ১৮ অক্টোবর থেকে। ১ নভেম্বর থেকে তৃতীয় স্তরে ওমরাহ হবে।

সূত্র: আরব নিউজ

সিলেটভিউ২৪ডটকম/২৬ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন