আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল যুক্তরাজ্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২০ ১০:৪৮:৩৪

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী মারা গেছেন। গতকাল মঙ্গলবার করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬১০ জনের। যা এখন পর্যন্ত যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত ১৩ জানুয়ারি সর্বোচ্চ ১৫৬৪ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৯৯ জন এবং রবিবার ছিল ৬৭১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪৭০ জন।

দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করেছে। মঙ্গলবার করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫৫ জন। যা সোমবার ছিল ৩৭ হাজার ৫৩৫ জন।
করোনা ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ধাপে ধাপে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৫৭৭ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪৭০। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৫৮,৫০৩ জন।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন