আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ইবরাহিমি মসজিদের আজানে নিষেধাজ্ঞা জারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৭ ১৪:৫০:১০

সিলেটভিউ ডেস্ক :: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরুন এলাকার প্রাচীনতম মসজিদ ইবরাহিমি। সম্প্রতি এই মসজিদের আজানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইহুদিদের পুরিম উৎসবের অজুহাতে সাময়িক এ নির্দেশনা জারি করে ইসরায়েল।

ইবরাহিমি মসজিদের প্রধান শায়খ হাফজি আবু সানিনা বলেন, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ নিষেধজ্ঞা আন্তর্জাতিক আইন প্রদত্ত ধর্মীয় উপাসনার স্বাধীনতাকে লঙ্ঘন করে।

দীর্ঘ দিন যাবত প্রাচীন স্থাপনা হিসেবে ইবরাহিমি মসজিদের ওপর নানা রকম বিধি-নিষেধ জারি করে আসছে ইসরায়েলি দখলদার সেনারা। এছাড়াও অনেক দিন যাবত ইবরামি মসজিদের পুননির্মান কাজে নানা রকম বিধিনিষেধ আরোপ করে আসছে ইসরায়েলি দখলদার সেনারা।  

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-২৫

শেয়ার করুন

আপনার মতামত দিন