আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কেন অস্ট্রেলিয়ার টিকার চালান আটকে দিল ইতালি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৫ ১২:০৭:৩৪

সিলেটভিউ ডেস্ক :: অস্ট্রেলিয়ায় রফতানি হওয়ার আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজের ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি সরকার। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত এই ভ্যাকসিন আপাতত পাচ্ছে না অস্ট্রেলিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও ইতালি প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে।

বৃহস্পতিবার কমিশন থেকে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনকা ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি ঠিকঠাকভাবে না মানায় ভ্যাকসিনের চালান আটকে দেওয়া হয়েছে।

ওষুধ বিষয়ক রফতানি পণ্যের ওপর ইইউ থেকে এই প্রথম এভাবে কোনও চালান বন্ধ করা হল।

অস্ট্রেলিয়া বলছে, এক চালান হারানোয় তাদের খুব একটা সমস্যা হবে না।

ইইউ’র সদস্যভুক্ত দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের প্রথম তিন মাসে চুক্তির মাত্র ৪০ শতাংশ সরবরাহ করার পথে রয়েছে।

ইতালি বিবৃতিতে বলেছে, “অস্ট্রেলিয়া ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই। ইইউ ও ইতালিতে টিকার ঘাটতি রয়েছে। ইতালি ও ইইউতে সামগ্রিকভাবে যে টিকা সরবরাহ করা হয়েছে তার তুলনায় অস্ট্রেলিয়া রফতানির জন্য আবেদন করা এই চালানটি অনেক বড়।”

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-৯

শেয়ার করুন

আপনার মতামত দিন