আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ডুবন্ত জাহাজ থেকে ৪টি জীবন্ত বিড়াল উদ্ধার করল থাই নৌবাহিনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৫ ১৯:১২:০৮

সিলেটভিউ ডেস্ক :: আগুন লেগে আন্দামান সাগরে ডুবতে থাকা জাহাজ থেকে জীবন্ত চারটি জিঞ্জার বিড়াল উদ্ধার করেছেন থাই নৌবাহিনীর নাবিকরা। ৪ মার্চ আন্দামান সাগরে ‌‘ফামোনসিন নাভা ১০’ নামের একটি মাছ ধরার জাহাজে আগুন ধরে।

এতে জাহাজের সব ক্রু তাৎক্ষণিকভাবে পানিয়ে ঝাপিয়ে পড়েন। তারা নিরাপদে সাঁতরে অন্য একটি জাহাজে উঠে আশ্র‍য় নেন। তবে জাহাজ ছেড়ে যাওয়ার সময় সঙ্গে থাকা বিড়ালগুলোর কথা ভুলে গিয়েছিলেন তারা।
ডুবন্ত জাহাজেই বিড়াল চারটি এক কোণায় বসে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে এ দৃশ্য নজরে আসে থাই নৌবাহিনীর জাহাজের। ওই সময়েই তারা পরিদর্শনে না গেলে সেখানেই হয়ত অকাল মৃত্যু হতো বিড়ালগুলোর।

থাই নৌবাহিনীর এয়ার ও কোস্টাল ডিফেন্স বিভাগের কর্মকর্তা উইচিট পাকডিলন তার ক্যামেরা জুম কিরে বিড়ালগুলোকে দেখতে পান। এরপরই বিড়ালগুলোর উদ্ধার অভিযান শুরু হয়। একজন নাবিক সাঁতার কেটে পরিত্যক্ত জাহাজ পর্যন্ত যান। তেখান থেকে তিনি বিড়ালগুলোকে কাঁধে নিয়ে সাঁতার কেটে ফিরে আসেন।

বিড়ালগুলো এখন সুস্থ ও নিরাপদে আছে।




সিলেটভিউ২৪ডটকম/ বিবিসি  /জিএসি-০২

শেয়ার করুন

আপনার মতামত দিন