আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

করোনা আক্রান্ত যাত্রী, বিমান ছাড়ার আগে আতঙ্ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৬ ১০:৪৪:১৫

সিলেটভিউ ডেস্ক :: বিমান ছাড়ার সব প্রস্তুতি তখন সারা হয়ে গিয়েছে। ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারল্যাশনাল এয়ারপোর্ট থেকে ছাড়তে চলেছে পুনে গামী ইন্ডিগোর বিমান। তার ঠিক আগের মুহুর্তেই আতঙ্কের ঘোষণা করলেন এক যাত্রী।

ওই ব্যক্তি জানান তিনি করোনা আক্রান্ত। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট তখনই এসেছে। তাতে জানা গিয়েছে তিনি করোনা পজেটিভ। সঙ্গে সঙ্গে বিমান সেবিকাদের তিনি গোটা ঘটনা জানিয়েছেন। দিল্লি-পুনে ইন্ডিগো ৬ই ২৮৬ বিমানের ওই যাত্রী জানান তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। ফ্লাইটে বোর্ডিংয়ের আগে নিয়ম অনুযায়ী আরটি-পিসিআর টেস্ট করিয়ে ছিলেন তিনি। কিন্তু রিপোর্ট আসতে দেরি হয়। যখন তিনি জানতে পারেন, তখন বিমান ছাড়তে চলেছে।

দ্রুত ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ফের বিমানটিকে পার্কিং লটে ফেরত নিয়ে যাওয়া হয়। পুরোপুরি স্যানিটাইজ করা হয় বিমানটিকে। প্রত্যেক যাত্রীকে স্যানিটাইজ করা হয়। আক্রান্ত যাত্রীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/এভিয়েশননিউজবিডি/মিআচৌ-১২

শেয়ার করুন

আপনার মতামত দিন