আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

স্বাধীনতার ঘোষণা থেকে পিছিয়ে এলেন কাতালান প্রেসিডেন্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১১ ১১:৩৭:৫৭

সিলেটভিউ ডেস্ক :: কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন স্বাধীনতার ঘোষণা থেকে পিছিয়ে এসেছেন। তিনি বরং মাদ্রিদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। এখনই স্পেন থেকে বেরিয়ে যেতে চান না তিনি। গতকাল মঙ্গলবার আঞ্চলিক পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে পুজদেমন এসব কথা বলেন।
 
তিনি স্বাধীনতা নিয়ে গণভোটকে সাসপেন্ড করতে আহবান জানিয়েছেন। গত পহেলা অক্টোবর অনুষ্ঠিত গণভোটে ৯০ ভাগ কাতালান নাগরিক স্বাধীনতার পক্ষে রায় দেয়। তবে মাদ্রিদ সরকার এবং সাংবিধানিক আদালত এই গণভোটকে অবৈধ বলেছে।


পুজদেমন পার্লামেন্টে বলেন, জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু এ নিয়ে উত্তেজনা হ্রাস করতে চাই। তিনি মাদ্রিদ সরকারের ভূমিকারও সমালোচনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/১১অক্টোবর২০১৭/ডেস্ক/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন