আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৬:২৫:০৭

সিলেটভিউ ডেস্ক :: আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার দপ্তর থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তা সম্প্রচার করা হবে।

বিএনপি জোটের বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি।

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আর্মি স্টেডিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে বলে গত বুধবার জানিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

মেয়াদের শেষ বছরের শুরুতে প্রধানমন্ত্রীর ভাষণে কী থাকছে- জানতে চাইলে নূর সেদিন বলেছিলেন, “উন্নয়নের সবকিছু থাকবে, তিনি সরকার প্রধান।”

পাশাপাশি এ বছর শেষে অনুষ্ঠেয় একাদশ জাতীয় নির্বাচন নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্য তার ভাষণে থাকবে বলে ধারণা করা হচ্ছে।- বিডিনিউজ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন