আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রেগেমেগে চলে গেলেন ওবায়দুল কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৮:৩৪:২২

সিলেটভিউ ডেস্ক :: আজ শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও যথাযথ সময়ে উপস্থিত হোন অনুষ্ঠানস্থলে। কিন্তু উপস্থিত হয়নি শ্রোতারা।

এতে নির্দিষ্ট সময়ে লোকজনের উপস্থিতি কম থাকায় প্রোগ্রাম শুরু হতে দেরি হচ্ছিল। এতেই রেগে বের হয়ে যান অতিথি মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় জগন্নাথের হলের প্রোভোস্ট, অধ্যাপক মাকসুদ কামাল অনুরোধ করেও তাকে আটকে রাখতে পারেননি।

এরপর মন্ত্রী ওবায়দুল কাদের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে কমলাপুর চলে যান।

তবে নির্দিষ্ট সময়ে শুরু হতে দেরি হওয়ায় রাগ করে চলে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অনুষ্ঠানে আবারও এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল সাড়ে ১১টার পর তিনি আবারও অনুষ্ঠানস্থলে এসে হাজির হন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মিডিয়া কাভারেজের জন্য এখন মন্ত্রীদেরকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়। আলোচনার বিষয়বস্তু নিয়ে ওই মন্ত্রীর জ্ঞান থাকুক আর না থাকুক তাকে হাজির থাকতে হয়।

এ ধরনের মানসিকতা থেকে আয়োজকদের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করে ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আমি আসতে চাইনি। মহানগর সার্বজনীন পূজা কমিটির জোরাজুরিতে আসতে হয়েছে।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন