আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৪ ১৩:৫১:৫৭

সিলেটভিউ ডেস্ক :: স্টার জলসা এবং জি বাংলার মতো বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (১৩ মার্চ) তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনা অমান্য করলে কী শাস্তি হতে পারে সেই বিষয়টিও মনে করিয়ে দেয়া হয়েছে ওই পত্রে।

ওই পত্রে বলা হয়, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ধারা ১৯ এর ১৩ নং উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মর্মে জানা গেছে, যা ওই আইনের পরিপন্থী।

বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংকপূর্বক সম্প্রচারের জন্য প্রদত্ত অনুমতি/অনাপত্তিপত্রে ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন,২০০৬’ যথাযথভাবে প্রতিপালনের শর্ত আরোপ করা হয়েছে। তাই বিদেশি কোনো টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে উক্ত আইনের ১১ ধারা মোতাবেক ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল অথবা স্থগিতকরণ এবং ২৮ ধরা মোতাবেক বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।
সিলেটভিউ ২৪ডটকম/১৪ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি নিউজ

শেয়ার করুন

আপনার মতামত দিন