আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

প্রতিটি স্কুলে একজন প্রধানমন্ত্রী ও ৭ জন মন্ত্রী থাকবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৪ ১৮:২১:০৫

শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে তাদের যুক্ত করতে দেশের সব মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় শুরু হয়ে ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। ১ বছর মেয়াদী এই কেবিনেটে থাকবে ৮ জন প্রতিনিধি। যার মধ্যে থেকে একজনকে প্রধানমন্ত্রী ও ৭ জনকে মন্ত্রীর ভূমিকায় মনোনীত করা হবে।

গাজীপুরে একটি বিদ্যালয়ে নির্বাচন পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেন, মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সব শিশু গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, সেটি শিখবে।

এদিকে, রাজধানীর উত্তরখানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী অর্জন করবে।

এসময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম বন্ধে অভিযান চালান। এতে অনুপস্থিত থাকার দায়ে দুই শিক্ষককে বরখাস্তসহ একজন শিক্ষা অফিসারকে শোকজ করেন প্রতিমন্ত্রী। বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়তে প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই।


সিলেটভিউ ২৪ডটকম/১৪ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃবাংলাদেশ টুডে

শেয়ার করুন

আপনার মতামত দিন