আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সকল মাছের খামারে লাইসেন্স বাধ্যতামূলক করলো সরকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৮ ২২:২৬:১৮

সিলেটভিউ ডেস্ক:: এখন থেকে মাছের খামার করলে লাইসেন্স বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে ২ বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা করা হবে। এমন বিধান রেখে মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০১৯ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। নতুন আইনে মাছের খামারের লাইসেন্স দেবে উপজেলা, জেলা বা বিভাগীয় মৎস্য অধিদপ্তর। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম এসব জানান।

এছাড়া বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৯ ও বাংলাদেশ বাতিঘর আইন ২০১৯ এর খসড়া নীতিমালারও অনুমোদন দেয় মন্ত্রিসভা।এছাড়া বাংলাদেশ বাতিঘর আইন ২০১৯ এরও খসড়া নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা।বৈঠকে ১৪-১৫ ফেব্রুয়ারি ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর ৪২ তম গভর্নিং কাউন্সিলে অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।



সিলেটভিউ ২৪ডটকম/১৮ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বাংলালাইন২৪

শেয়ার করুন

আপনার মতামত দিন