আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৪ ১৫:৫৩:৫০

সিলেটভিউ ডেস্ক:: এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।

রোববার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে, এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ করতে মূল্যায়ন করা হবে। তবে ৪র্থ ও ৫ম শ্রেণিতে পরীক্ষা চলবে।

এর আগে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত সব ধরনের পরীক্ষা তুলে দিতে নির্দেশ দিয়েছেন। শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এ নির্দেশ তিনি প্রদান করেন বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সিলেটভিউ ২৪ডটকম/২৪ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি

শেয়ার করুন

আপনার মতামত দিন