আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

প্রায় ৯৩% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১১ ১১:৩৩:৫৯


সিলেটভিউ ডেস্ক :: ঢাকার প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। অধিদপ্তরের কর্মকর্তাদের গত ছয় মাসের বাজার অভিযান পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

ফার্মগেটের খামারবাড়িতে আ কা মু গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তনে গতকাল সোমবার ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার আরো বলেন, গত ছয় মাসে নিয়মিত বাজার তদারকির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সৌজন্যে : কালের কণ্ঠ
 
সিলেটভিউ ২৪ডটকম/১১ জুন ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন