আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

২৭৪টি হজ ফ্লাইট শেষে দেশে ফিরলেন ৯৫ হাজার ১৫ হাজি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১১:২৭:৪৩

সিলেটভিউ ডেস্ক :: পবিত্র হজ পালন শেষে ২৭৪টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ জন হাজি।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪২টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৭৩২ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

হজ অফিস সূত্র জানায়, সোমবার পর্যন্ত ১৭ জন নারীসহ মোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় দুইজন। 

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন