আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

১৭ লাখ ৯০ হাজার টাকার জাল নোটসহ রোহিঙ্গা যুবক আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ১৩:০৫:৫১

সিলেটভিউ ডেস্ক :: প্রায় ১৮ লাখ টাকার জাল নোটসহ এনাম উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে পুলিশে দিয়েছে জনতা।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের উখিয়ায় পালংখালী স্টেশন থেকে তাকে আটক করা হয়। এনাম উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের বাসিন্দা হাছন আলীর ছেলে বলে জানিয়েছে।

এনাম একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে কাজের কথা বলে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর পালংখালী বাজারে গিয়ে ভাড়া হিসেবে একটি এক হাজার টাকার নোট দেয়। নোটটা দেখে নকল বলে সন্দেহ হলে ড্রাইভার তাকে চ্যালেঞ্জ করে। এ সময় পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাঁর হাতব্যাগ তল্লাশি করে ১৭ লাখ ৯০ হাজার টাকার জাল নোটের সন্ধান পায়। এরপর তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনছুর গণমাধ্যমকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সৌজন্যে : কালের কণ্ঠ

সি‌লেট‌ভিউ২৪ডটকম/১৫‌ সে‌প্টেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন