আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

'অমিত সাহাকে ইচ্ছাকৃত মামলা থেকে বাদ দেয়া হয়নি'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৮ ২০:১৮:২৩

সিলেটভিউ ডেস্ক :: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি তালিকা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবির (ঢাকা দক্ষিণ) এডিসি রাজীব আল মাসুদ। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে তাকেও আইনের আওতায় আনা হবে।

আবরার হত্যার ঘটনায় আটক ১০ জন হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডিবির এই কর্মকর্তা গণমাধ্যমকে আরও বলেন, প্রাথমিকভাবে তারা জানিয়েছে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য ছিল না। মারধর করতে গিয়ে আবরার মারা গেছে। তারপরও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/০৮ অক্টোবর ২০১৯/জিএসি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন