আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বুলবুলের প্রভাবে ভোলায় বৃষ্টি, কর্মকর্তাদের ছুটি বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ২০:৫৪:৫৯

সিলেটভিউ ডেস্ক :: ভোলায় ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক জরুরি দুর্যোগ প্রস্তুতিসভা করে সব কর্মকর্তাদের ছুটে বাতিল করে কর্ম এলাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

যারা ছুটিতে আছেন তাদেরও ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে একটিসহ ৭ উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এদিকে রেডক্রিসেন্ট, সিপিপির ১৩ হাজার কর্মী নদী ও চরাঞ্চলে সতর্কতামূলক মাইকিং কাজে নিয়োজিত রয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।

৬৬৮টি সাইক্লোন শেল্টারে মানুষ ও ৩৯টি মুজিব কিল্লাতে গবাদিপশু আশ্রয় নিতে পারে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে নদী থেকে জেলেদের ফিরে আসার জন্য নির্দেশও দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন