আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে বহু হতাহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ১৮:৩৯:১৪

সিলেটভিউ ডেস্ক :: ঢাকার কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

এখন পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন