আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কড়া নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ১৯:২৬:৪৬

সিলেটভিউ ডেস্ক :: এখন থেকে সব ধরনের পাবলিক পরীক্ষা চলাকালে মোবাইলভিত্তিক লেনদেনে তদারকি জোরদারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে যেসব অ্যাকাউন্টে ২০০-২০০০ টাকার ঘন ঘন লেনদেন হবে তার তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ নিয়ন্ত্রণ সংস্থা।

বাংলাদেশে সেবা প্রদানরত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পাবলিক পরীক্ষা (যেমন- জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ভোকেশনাল, ডিপ্লোমা এবং সমমানের পরীক্ষা) চলাকালীন (পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষের দিন পর্যন্ত) মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারসমূহ কর্তৃক প্রদত্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারসমূহ (পিএসপি) কর্তৃক প্রদত্ত ই-ওয়ালেট সার্ভিসের মাধ্যমে সংঘটিত ছোট অংকের (২০০ থেকে দুই হাজার টাকা মূল্যমানের) পৌনঃপুনিক লেনদেন মনিটরিং জোরদারকরণ এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হলো।

এ নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর বা সুপার এজেন্ট, এজেন্ট এবং গ্রাহককে সম্যকভাবে অবহিতকরণ এবং নির্দেশনার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন