আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

পরিচয় জালিয়াতির অভিযোগ, ব্রিটিশ আদালতে চলছে বাংলাদেশির বিচার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ১০:৫১:০৯

সিলেটভিউ ডেস্ক :: পরিচয় জালিয়াতির অভিযোগে ব্রিটেনের একটি আদালতে এক বাংলাদেশি নাগরিকের বিচার চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বার্মিংহাম মেইল গতকাল বুধবার এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে।

নুরুল ইসলাম নামের অভিযুক্ত সেই ব্যক্তি ব্রিটেনে রেস্তোরাঁ কর্মী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, ইংরেজি লিখতে পড়তে না পারায় এমন ভুল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীকে ২ হাজার পাউন্ড দিয়েছিলেন। তিনি এমন ব্যক্তি পরিচয় ব্যবহার করে ব্রিটেনে থাকতে চেয়েছিলেন যার সঙ্গে ৩৯ বছর বয়সী নুরুলের পরিচয়ই হয়নি। ব্রিটেনের সোয়ানসিয়া ক্রাউন কোর্টে তার বিচার চলছে। নুরুল যার নাম ও জন্মতারিখ ব্যবহার করেছেন তার নাম আলাউর রহমান।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন