আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

বৃষ্টির পানি নিয়ে গবেষণার সুপারিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ১৮:৫৮:৫১

সিলেটভিউ ডেস্ক :: বৃষ্টির পানি ধারণ ও এর সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়ে গবেষণা ও পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠক শেষে কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এ কথা বলেন।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে প্রচুর বৃষ্টি হয়। কিন্তু এর বেশির ভাগ পানিই ব্যবহার করা হয় না। আমরা সাধারণত ভূগর্ভস্থ পানি ব্যবহার করি। যা পরিবেশের জন্য হুমকি। তাই বৈঠকে বৃষ্টির পানি সংরক্ষণ ও তা ব্যবহারের জন্য গবেষণার সুপারিশ করেছে কমিটি।

জানা যায়, বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হয় এবং নারিকেল, সাগর কলা, ফুল ও সবজি চাষাবাদ নিয়ে প্রতিবেদন বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন