আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৪:৩৬:৩৩

সিলেটভিউ ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে আপিলের সুযোগ নাই।

রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে গতকাল সোমবার রাত ৩টার দিকে আবদুল মাজেদকে গ্রেফতার করে পুলিশ। এর পর আজ মঙ্গলবার আসামি আবদুল মাজেদকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাজেদ ঢাকায় আসার পর স্ত্রী সালেহা বেগমের সঙ্গে বসবাস করছিলেন। গোয়েন্দাদের কাছে তার সমস্ত তথ্য ছিল।

বঙ্গবন্ধু হত্যা মামলায় আবদুল মাজেদসহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৭ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন