আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৯

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১১:৩৮:২৫

সিলেটভিউ ডেস্ক :: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম (৩০) মারা যান।

এর আগে মঙ্গলবার রাতে নিজ বাসায় মামুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল মতিন (২৭), তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৩) ও সুলতান মাহমুদের ছেলে মহসিন আলী (৩৮) ও দুপুরে শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মনজু আরা (৩৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিরামপুর উপজেলার ইসলামপাড়ার তাপস কুমারের ছেলে অমৃত রায় (২৫), আব্দুল আজিজের ছেলে সোহেল রানা (৩০) এবং আবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪২) মারা যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের দোকান থেকে অ্যালকোহল কিনে খায়। এরপর একে একে বেশ কয়েকজন মারা যায়।

সৌজন্যে :  কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন