আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে রবিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৬:৩৫:৪৮

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে ট্রেসসহ যাত্রীবাহী যান চলাচল বন্ধ রাখা হয়। অবশেষে রবিবার (৩১ মে) থেকে স্বল্প সংখ‌্যক আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ত‌বে এখনই মেইল ও লোকাল ট্রেন চালু হচ্ছে না বলে রেলও‌য়ে সূত্রে জানা গেছে।

রেলও‌য়ের মহাপ‌রিচালক মো. শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী যান চলাচল। সাত দফা বা‌ড়ানো সাধারণ ছু‌টি শেষ হবে আগামী ৩০ মে। এর পর‌দিন থেকে সী‌মিত আকারে গণপ‌রিবহন চলতে পারবে এ নির্দেশনার আওতায় ট্রেন চলতে পারবে।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন