আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

এক যাত্রীকে দুই টিকিট কাটতে হবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ১৫:৪৯:০৯

সিলেটভিউ ডেস্ক :: আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এক্ষেত্রে এক যাত্রীকে দুটো টিকিট কিনতে হবে, এতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি আজ দুপুরে গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/কালের কণ্ঠ /মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন