আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা: বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জামাদি দিল চীন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৯ ২০:২৮:৪৭

সিলেটভিউ ডেস্ক :: করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা জন্য চীন সরকার চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন আজ ঢাকাস্থ চীন দূতাবাস হতে এসব চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সরঞ্জামাদির মধ্যে রয়েছে ৯টি High-flow heated respiratory humidifier, ১৮টি High-flow heated respiratory humidifiers Solution-A, ১৮টি High-flow heated respiratory humidifiers Solution-B, ৯টি High-flow heated respiratory humidifiers Shelf।

সিলেটভিউ২৪ডটকম/২৯ জুন ২০২০/মন্ত্রণালয়/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন