আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ভিসা নিয়ে শঙ্কিত সৌদি আরবগামীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৮ ১৪:৪৬:৩৩

সিলেটভিউ ডেস্ক :: দেশে আটকেপড়া সৌদিগামী প্রবাসী বাংলাদেশীরা তাদের ভিসার (ইকামা) মেয়াদ শেষ হওয়া নিয়ে অনেকটাই শঙ্কিত। ইতোমধ্যে কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কারো মেয়াদ এক সপ্তাহ পর শেষ হতে যাচ্ছে।

নির্ধারিত সময়ের পর যদি যেতে পারেন তাহলে ভিসার মেয়াদ আদৌ বাড়ানো হবে কি, হবে না- তা নিয়ে অনেকেই আছেন ভয় আর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে সৌদি আরবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে সৌদি আরব সরকার ফ্লাইট শিডিউল না দেয়ার কথা জানিয়েছে।

যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবগামী শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েও স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করবে বলে সৌদিগামী যাত্রী ও এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়, সৌদিগামী যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল।

সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সৌদি আরব কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেনি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে।

সৌদি আরব গমনেচ্ছু সকল যাত্রীদেরকে যাত্রার তারিখ, সময় যথসময়ে অবহিত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০২০/এভিয়েশন নিউজ বিডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন