আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দাম কমল ভোজ্য তেলের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৪ ২১:৩৩:৪৭

সিলেটভিউ ডেস্ক :: ভোজ্য তেল ব্যবসায়ীরা দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় প্রতি লিটার সয়াবিন তেল ও পাম অয়েল দুই টাকা কমে বিক্রির ঘোষণা দিয়েছে। এখন থেকে মিল গেটে নতুন নির্ধারিত মূল্যে এসব তেল বিক্রি হবে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় করা হয়।’ এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব (আইআইটি) মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রি জে মো. আরিফুল হাসান, ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আল-বেরুনী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।



সিলেটভিউ২৪ডটকম/২৪ অক্টোবর ২০২০ /কালের কণ্ঠ /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন