আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

লাখ লাখ ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ২০:০২:৪৬

সিলেটভিউ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারিদের কেউ আটক হননি।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম সালেহ আকরাম জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে ওই এলাকায় যৌথভাবে একটি বিশেষ অভিযান চালানো হয়। মঙ্গলবার ভোররাতের দিকে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চরের দিক থেকে বস্তা কাধে আসতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা কোস্টগার্ডের উপস্থিতি লক্ষ্য করে বস্তা ফেলে সমুদ্রসংলগ্ন ঝাউবনের মধ্যে পালিয়ে যান। পরে বস্তাগুলো উদ্ধারের পর তল্লাশী করে দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো আইনী প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/ কালের কণ্ঠ /জিএসি-১৭

শেয়ার করুন

আপনার মতামত দিন