আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

খালেদার ১০ মামলায় অভিযোগ গঠন শুনানি ১ ফেব্রুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৯ ১৩:৫২:৩৭

রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ৯টিসহ ১০ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত  এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ১০ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরের দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হতে পারায় আইনজীবীরা সময় আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করে দেন আদালত।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ৯টিসহ মোট ১০টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

ওইদিন আদালত আদেশে বলেছিলেন, ৯ জানুয়ারি খালেদাকে আদালতে উপস্থিত হতে হবে। যদি তিনি উপস্থিত না হন তাহলে তার জামিন বাতিল করা হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে- দারুস সালাম থানার নাশতার ৮ মামলা, শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনে একটি মামলা।

শেয়ার করুন

আপনার মতামত দিন