আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সাবেক ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৩ ০১:০৭:০৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন মহিলা গোলকিপার হোপ সোলোকে যৌন হয়রানির অভিযোগ এসেছে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে। আর এই ভয়ঙ্কর অভিযোগ এনেছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্টের গোলকিপার হোপ সোলো।

সম্প্রতি পর্তুগিজ সংবাদপত্র এক্সপ্রেসোকে দেওয়া সাক্ষাৎকারে হোপ সোলো অভিযোগ করেছেন,  ২০১৩ সালের ব্যালন ডি অর-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্লাটার তার নিতম্ব চেপে ধরেছিলেন। ঘটনার আকস্মিকতায় হোপ সোলো প্রথমটায় হতবাক হয়ে গিয়েছিলেন। পরে নিজেকে সামলে নিয়ে ব্যালন ডি অর পুরস্কার বিতরণ করেন তার দেশের মহিলা ফুটবল তারকা অ্যাবি ওয়ামব্যাখকে। 

ব্লাটার অবশ্য নিজে এই অভিযোগের উত্তর দেননি। তার মুখপত্রের মাধ্যমে জবাব দেওয়া হয়েছে হোপ সোলোর অভিযোগের। ব্লাটার মার্কিন গোলকিপারের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন,  ‘‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই। ’’ তবে সাবেক ফিফা প্রেসিডেন্টের এমন মারাত্মক অভিযোগের কথা জানাজানি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। 

শেয়ার করুন

আপনার মতামত দিন