আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

যে ১১ দাবিতে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা....

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২১ ১৬:৫৬:৪৩

নিজস্ব প্রতিবেদক :: হঠাৎ করেই নানা ইস্যুতে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সুনির্দিষ্ট ১১ দফা দাবি নিয়ে মিরপুরের একাডেমি মাঠে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। সংবাদ সম্মেলনে ১১ জন ক্রিকেটার তুলে ধরেন ১১টি দাবি। সিলেটভিউ২৪ডটকমের পাঠকদের জন্য নিম্নে ক্রিকেটারদের সেই ১১টি দাবি তুলে ধরা হলো।

*ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
*প্রিমিয়ার লিগ আগের মত দল বদলের নিয়ম করতে হবে। যে যার পছন্দমত দলে যাবে।
*এ বছর না হোক, আগামী বছর থেকে আগের মতো বিপিএল করতে হবে; লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে হবে।
*প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ টাকা করতে হবে, বেতন ৫০ ভাগ বাড়াতে হবে, বারো মাস কোচ ও ফিজিও দিতে হবে, প্রতি বিভাগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে।
*আন্তর্জাতিক ক্রিকেটে যে বল দিয়ে খেলা হয়, ঘরোয়া ক্রিকেটেও সেই বল ব্যবহার করতে হবে। দৈনিক ভাতা ১৫০০ টাকায় কিছু হয় না, তা বাড়াতে হবে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাবার জন্য প্লেন ভাড়া দিতে হবে, হোটেল ভালো হতে হবে, জিম ও সুইমিংপুল সুবিধা থাকতে হবে।
*চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে।
*দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে, কোচ থেকে গ্রাউন্ড স্টাফ, আম্পায়ার সবার বেতন বাড়াতে হবে।
*ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট বাড়াতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-২০ টুর্নামেন্ট চালু করতে হবে।
*ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার নির্দিষ্ট হতে হবে।
*ডিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে
*ফ্র‍্যাঞ্চাইজি লিগ (যেমন: আইপিএল, সিপিএল, বিগব্যাশ) দুটার বেশি খেলা যাবে না, এমন নিয়ম তুলে দিতে হবে।

সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ সবাই মিলে একযোগে ধর্মঘটের ডাক দিয়েছেন। জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটার সবাই এই ধর্মঘটের আওতাভুক্ত। তবে সামনে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ থাকায় তাদেরকে ধর্মঘটের বাইরে রাখা হয়েছে।

সাকিবরা বলেছেন, দেশের নারী ক্রিকেটারদের সমস্যা নিয়েও তারা একসাথে কাজ করতে চান। নারী ক্রিকেটারদের কথাও তারা শুনবেন।


সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০১৯/ আরআই-কে/ জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন