আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এমবাপ্পে-নেইমারের গোলে দুরন্ত জয় পিএসজির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১১:৩৯:৪৫

সিলেটভিউ ডেস্ক :: মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে খেলতে নেমেই পিএসজিকে দুরন্ত জয় উপহার দিলেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। দুই তারকার গোলে নঁতেকে ২-০ ব্যবধানে হারিয়েছেন দ্য পারিসিয়ানরা। এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছেন তারা।

বুধবার ঘরের মাঠে নঁতেকে আতিথ্য দেয় পিএসজি। শুরুটাও দারুণ করেন তারা। অধিকাংশ সময় বলদখলে রাখেন স্বাগতিকরা। আধিপত্য বজায় রেখে বারবার আক্রমণে উঠেন তারা। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না।

অতিথিদের জমাট রক্ষণ মাড়িয়ে প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি পিএসজি। অবশ্য ৪১ মিনিটে তাদের জালে বল জড়ান দলের প্রাণভোমরা নেইমার। তবে ভিএআর প্রযুক্তির সহায়তায় আক্রমণের শুরুতে জুলিয়ান ড্রাক্সলারের বিরুদ্ধে ‘ফাউল প্লের’ বাঁশি বাজান রেফারি।

তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টে যায়। বিরতির পর ফিরে আক্রমণের তেজ বাড়ায় পিএসজি। এবার সাফল্যও পেয়ে যান তারা। ৫২ মিনিটে দলকে লিড এনে দেন এমবাপ্পে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত ফ্লিকে নিশানাভেদ করেন তিনি।

এগিয়ে গিয়ে ছন্দময় ফুটবল উপহার দেয় পিএসজি। মুহুর্মুহু আক্রমণে নঁতেকে ব্যতিব্যস্ত রাখেন তারা। তবে বারবার চীনের প্রাচীরের মতো দেয়াল হয়ে দাঁড়ান অতিথিদের রক্ষণসেনারা। কিন্তু ৮৫ মিনিটে সেই তোড় সামলাতে পারেননি তারা।

কিছুক্ষণ আগে এমবাপ্পের বদলি হয়ে মাঠে নামনে মাউরো ইকার্দি। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বল ঠিকানায় পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

গেল ৫ অক্টোবর লিগে অঁজির বিপক্ষে পিএসজির ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে লম্বা সময় চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি।

সৌজন্যে :: যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন