আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

রাকিবুলের দুর্দান্ত হ্যাটট্রিক, ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৭:১২:৩৬

সিলেটভিউ ডেস্ক :: সাত-সমুদ্র তেরো নদী ওপারে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রম। সেখানেও বাংলাদেশের লাল-সবুজের পতাকা পতপত করে ওড়াচ্ছেন যুব দলের ক্রিকেটাররা। ইউরোপিয়ান প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে আজ খেলতে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন বাংলাদেশের ১৭ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে স্কটিশরা। তাদের মিডল অর্ডারে এসে হানা দেন রাকিবুল হাসান। তার অসাধারণ হ্যাটট্রিকে ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় স্কটল্যান্ড।

২৫তম ওভারে বল করতে এসে তৃতীয় বল থেকে পঞ্চম- এই তিন বলে টানা তুলে নেন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন এবং চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন