আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

১৪ বছর বয়সেই পরপারে অ্যাতলেটিকো স্ট্রাইকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২২:২৬:৫৪

সিলেটভিউ ডেস্ক :: গত মাসেই ১৪ বছরে পা দিয়েছিলেন। এরই মধ্যে বড় স্ট্রাইকার হওয়ার সব গুণ ফুটে উঠেছিল ক্রিশ্চিয়ান মিনচোলার ছোট্ট পায়ে। স্প্যানিশ লা লিগার দল অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে জুনিয়র লেভেলে এক মৌসুমেই করেছিলেন ৫০ গোল।

দারুণ সম্ভাবনাময়ী এই ফুটবলার হঠাৎ চলে গেলেন না ফেরার দেশে। শনিবার টুইটার পেজে মিনচোলার অকালে চলে যাওয়ার দুঃসংবাদটি শুনিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। যদিও তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

ক্লাবের বিবৃ্তিতে বলা হয়েছে, ‘আমাদের অনূর্ধ্ব-১৪ দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান মিনচোলার মৃত্যুতে শোক জানাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, সতীর্থ ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাচ্ছি। ওপারে যেন সে ভালো থাকে।’

অ্যাতলেটিকোর মূল দলের মিডফিল্ডার কোকেও নিজের অফিসিয়াল টুইটারে মিনচোলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্প্যানিশ তারকা মিনচোলার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ক্রোধ ও ব্যথার সঙ্গে বিদায় জানাচ্ছি।’

এছাড়া অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমওনসহ আরও অনেকেই মিনচোলার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০ /মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন