আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিপিএলে ফিক্সিং চেষ্টা: ৬ বছর নিষিদ্ধ আফগান উইকেটকিপার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১১ ০৩:১৪:১১

সিলেটভিউ ডেস্ক :: দুর্নীতিদমন আইনের লঙ্ঘন করায় আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান শফিউল্লাহ শাফাককে ৬ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার এ তথ্য জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

শাফাক আফগানিস্তানের জার্সিতে ২৪টি ওয়ানডে এবং ৪৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিপিএল) ২০১৮ সালে সিলেট থান্ডারে ছিলেন।
শাফাকের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিনিয়র দুর্নীতি দমন ম্যানেজার সৈয়দ আনোয়ার শাহ কুরাইশী বলেন, ‘সিনিয়র এই ক্রিকেটারের বিরুদ্ধে আফগান ঘরোয়া লিগে গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি ২০১৯ সালের বিপিএলেও তার এক সতীর্থকে দিয়ে দুর্নীতি (ম্যাচ ফিক্সিং) করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।’

তিনি বলেন, ‘এটা দলের অন্য ক্রিকেটারদের জন্যও সতর্কবার্তা। অন্যায় করলে তার গুরুতর শাস্তি পেতেই হবে।’

সৌজন্যে :  বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১১ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন